ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চেয়ারম্যানের নামের পাশে লেখা ‘ভোট চোর’

superadmin | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৬:৩৫:১২ পিএম

ডেস্কনিউজঃ জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ শব্দ লেখা ছিল। এ সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘ভোট চোর’ শব্দটি মুছে ফেলা হয় তথ্য বাতায়ন থেকে।

গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এই শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। অনেকে বিষয়টি নিয়ে হাস্যরসেও মেতেছেন।

জানা গেছে, স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজ ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।

বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুককে এর জন্য দায়ী করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের বিষয়টি দেখভাল করেন। এর পাসওয়ার্ড একমাত্র তার কাছেই রয়েছে। আর রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোক্তার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতেই উদ্যোক্তা ফারুক এ কাজটি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।

ওয়েবসাইটটি হ্যাক করে হ্যাকাররা এ কাণ্ড করেছে বলে দাবি অভিযুক্ত ওমর ফারুকের। তিনি বলেন, একটি চক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পরপরই সাইট থেকে শব্দটি মুছে ফেলা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও আপত্তিকর।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/ ১৭.০৩.২০২৩/ সন্ধ্যা ৬.২৯

▎সর্বশেষ

ad