
বিনোদন ডেস্ক : প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে সাফল্যে মোড়া এই ছবি। দর্বার গতিতে চলছে যেন! ভক্তকুলেন মন জয় করতে সক্ষম হয়েছে ‘জওয়ান’। পরিচালক আর প্রযোজকের মুখে ঝলমলে আলো ছড়াচ্ছে। এই সাফল্যের মধ্যে উঠে এসেছে অন্যরকম কথা।
অভিনেত্রী প্রিয়মণি জানালেন পরিচালককে নিয়ে অসন্তোষের কথা। শাহরুখের সঙ্গে এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে কাজ করেছেন প্রিয়মণি। ‘জওয়ান’ এ তাকে দেখা গেছে শাহরুখের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীর চরিত্রে। তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অ্যাটলির বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ আনলেন প্রিয়মণি।
‘জওয়ান’ ছবির শুরুতে শোনা যায়, অতিথিশিল্পী হিসেবে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দক্ষিণের মেগাতারকা থালাপতি বিজয়কে। অতীতে অ্যাটলির সঙ্গে বেশকিছু ছবিতে কাজ করেছেন এই অভিনেতা। প্রিয়মণিও ভাবেন ছবিতে থালাপতি বিজয় কোনও ক্যামিও চরিত্রে থাকবেন।
বিজয়ের অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত ছিলেন প্রিয়মণি। অ্যাটলিকে অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে বিজয়ের সঙ্গে যেন অভিনয়ের সুযোগ দেয়া হয়। পরিচালক প্রিয়মণির সেই আবদার মেনেও নেন। কিন্তু ‘জওয়ানে’ কাজ করা হয়নি বিজয়ের। এর পরেই খানিক মজার ছলেই প্রিয়মণি বলেন, অ্যাটলি বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে। কথা দিয়েও কথা রাখেনি।’
কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫