
ডেস্ক নিউজ : সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তারুণ্যের সমাবেশ করছে বিএনপির তিন সংগঠন। আজ বগুড়া থেকে রোডমার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে তারা।
বগুড়ায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে যোগ দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাবেশ সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
শনিবার রংপুরে তারুণ্যের প্রথম রোড মার্চ অনুষ্ঠিত হয়। এটি রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনীর মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয় স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন। সরকার পতনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এই আন্দোলনে বিএনপির সঙ্গী তাদের সমমনা দলগুলো।
কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২১