ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ১০:১৯:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।  

আগামী ২৪ সেপ্টেম্বর দলটির আমির সিরাজুল হকের নেতৃত্বে কোয়েটার গভর্নর হাউসের সামনে বিক্ষোভ করবে সংগঠনটি। 

কোয়েটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের বেলুচিস্তানের আমির মাওলানা আবদুল হক হাশমি এই ঘোষণা দেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও এআরআই নিউজের।  

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং পেট্রোল ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে পাকিস্তানে।  অর্থ ও রিজার্ভ সংকটে থাকা দেশটি এখন আইএমএফের সহযোগিতার দিকে তাকিয়ে আছে। 

আবদুল হক হাশমি অভিযোগ করে বলেন, দেশের সাবেক শাসকেরা দেশকে সংকটে নিমজ্জিত করে এখন তাদের দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন।

সরকারকে সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে জনগণের সামনে অসহায়ত্ব স্বীকার করুন।

তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করার জন্য অতীতের প্রশাসনকে অভিযুক্ত করেছেন যা তার দৃষ্টিতে জাতিকে পরাধীন করেছে।

হাশমি আরও বলেন, সরকারের উচিত সাধারণ নাগরিকদের উপর চাপ না বাড়িয়ে তাদের বোঝা লাঘব করা।

প্রসঙ্গত, বিদ্যুতের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে টানা কয়েকদিন বিক্ষোভ হয়েছিল। বিভিন্ন সড়ক অবরোধ করে ও বিদ্যুৎ বিলের কাগজ পুড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন দেশটির নাগরিকরা। এমনকি ৪০ হাজার রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। 

পাকিস্তানি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভকারীরা জানান, বিদ্যুতের বিল তাদের বাড়ির ভাড়ার চেয়েও বেশি আসছে।

ভোক্তারা তাদের সাম্প্রতিক বেড়ে যাওয়া বিলের কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা আগের মাসের মূল্যের তুলনায় নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়।

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:১৯

▎সর্বশেষ

ad