ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ভেগহর্স্টের গোলে আইরিশদের হারাল ডাচরা

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:২১:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : শুরুতেই পেনালটি। তাতে আয়ারল্যান্ডের এগিয়ে যাওয়া। মিনিট পনের পর নেদারল্যান্ডসও পেয়ে যায় পাল্টা পেনালটি। তাতে তাদের সমতায় ফেরা। তবে শেষ বেলার নায়ক ডাচ ফুটবলার ভাউট ভেগহর্স্ট। তার জয় সূচক গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা। ইউরো বাছাইপর্বের ম্যাচে কাল রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে ২-১ গোলে আইরিশদের হারিয়েছে ডাচরা।

খেলার চতুর্থ মিনিটেই পেনালটি পেয়ে যায় আইরিশরা। অ্যাডাম ইদাহ নেন শটটি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। এগিয়ে নেন আইরিশদের। শুরুতেই ১-০ গোলের পিছিয়ে পড়া ডাচরা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে। সেই সুযোগ পেতে বেশিক্ষণ অপেক্ষা করতেও হয়নি তাদের। খেলার ১৯ মিনিটেই পেনালটি পেয়ে যায় ডাচরা। সেটা কাজে লাগাতে মোটেও ভুল করেননি কোডি গ্যাকপো। তার পেনালটি শটে নেওয়া গোলে সমতায় ফিরে দল।

১-১ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এসেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ডাচদের। খেলার ৫৬ মিনিটে ভেগহর্স্ট এগিয়ে নেন দলকে। ডামফ্রিসের বাড়িয়ে দেওয়া বলটি জালে পাঠাতে বিলম্ব করেননি তিনি। আর সেটাই ছিল ম্যাচের জয় সূচক গোল।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad