
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০’র শীর্ষ সম্মেলন শেষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও অতিথিরা। তবে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদল।
আর তাই আরও এক রাত ভারতে অবস্থান করতে হচ্ছে কানাডার এই প্রধানমন্ত্রীকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে। আর এই সমস্যা রাতারাতি সমাধান করা যায় না। যে কারণে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।
এনডিটিভি জানায়, রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় নয়াদিল্লি ত্যাগ করার কথা ছিল জাস্টিন ট্রুডোর। এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের রাজধানীতে পৌঁছান তিনি।
কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৮






