
ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারেক রহমান গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। খালেদা জিয়া নিজেই একজন অসুস্থ্য লোক, ১০ বছরের জেল হয়েছে। শেখ হাসিনার বদলৌতে জেলের বাইরে রয়েছে সে। তারা এ দেশকে কীভাবে ভালো রাখবে?
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি দল, যে দলের কোন নেতা নেই। সেই দল ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য বদলে কি কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, বিএনপিকে ভোট দিলে হানাহানি হবে। বিএনপি হচ্ছে কয়লা, হিরা নয়। কয়লা থেকে হিরা পাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আপনারা কয়লা বেছে নিয়েন না। বালুতে যেমন পানি দিলে গাছ জন্মায় না। বিএনপি হচ্ছে কয়লা ও বালু চর। তাদের বেছে নিলে হিরা পাওয়া যাবে না আর বালু চরে গাছ জন্মাবে না।
তিনি আরও বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সারা দেশে সন্ত্রাস কায়েম করেছিল। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছিল বিএনপির সৃষ্টি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন।
কিউটিভি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ৮.৪৮