ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

superadmin | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:৪৩:৫৮ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়ার হাট এলাকায় অবস্থিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল পুলিশ। গত ৩ সেপ্টেম্বর তার গ্রামের বাড়িতে যান স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজম। তার সপ্তাহখানেক আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলামও গিয়েছিলেন সেই বাড়িতে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নজুমিয়া হাট এলাকার সার ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে জানতে চেয়েছেন। তার নাম-ঠিকানা, ভাই-বোন, সন্তান-সন্ততি সম্পর্কে জানতে চেয়েছেন। পাশাপাশি তারা কোথায় থাকেন, কী করেন এবং গ্রামের বাড়িতে কে থাকেন এবং তিনি (ড. ইউনূস) কোথায় পড়ালেখা করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করেন। আমি দুই একটি তথ্য দিতে পারলেও বেশির ভাগ তথ্য জানাতে পারিনি।’

পরে পুলিশের ওই এএসআই স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এছাড়া একপর্যায়ে ড. ইউনূসের ছোট ভাই মুহাম্মদ মঈনুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বলে জানা গেছে। বিষয়টির সম্পর্কে জানতে চাইলে এএসআই আলী আজম এ ব্যাপারে জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

যদিও ওই এএসআই কয়েকটি সংবামাধ্যমকে জানিয়েছেন যে, তিনি হাটহাজারী মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন এবং তার (ড. ইউনূস) ছোট ভাইয়ের সঙ্গেও কথা বলেছেন।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, ‘আমরা তথ্যগুলো নিয়ে রেখেছি।’ কেন নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা বিশেষ শাখার (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে চট্টগ্রাম ডিএসবির এসআই মঈনুল ইসলাম বলেন, ‘ড. ইউনূসের গ্রামের বাড়িতে আমি যাইনি। তবে, বিশিষ্টজন হিসেবে সপ্তাহ দুয়েক আগে আমি স্থানীয় লোকজনের কাছ থেকে তার সম্পর্কে খোঁজ-খবর নিতে চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কারণ তার গ্রামের বাড়িতে তাদের পরিবারের কেউ থাকেন না। ফলে স্থানীয়রা ড. ইউনূস সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি।’

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গণমাধ্যম) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আমাদের সময়কে বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে তথ্য নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নিদের্শনা নেই। তবে স্থানীয় প্রশাসন যেহেতু জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে কাজ করে, সেহেতু তারা স্থানীয়দের তথ্য সংগ্রহে রাখার নিদের্শেনা স্বাভাবিকভাবে দেওয়া থাকে। সেই পেশাগত দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা ড. ইউনূসের খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়িতে যেতে পারে।’

নাহিদা/০৭.০৯.২০২৩/রাত ৯.৩৯

▎সর্বশেষ

ad