শাহনাজ পারভীন মিতা’র কবিতাঃ এক বর্ষা রাত

superadmin | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ - ১১:৫২:৫৭ পিএম

 এক বর্ষা রাত
—————–
এক বর্ষা রাতে তোমার কাছে যাবো
তোমার ওই চিলেকোঠার ঘরে,
চুপি চুপি দুহাতে নুপূর , নৈঃশব্দ্যে,
অভিসারের দীর্ঘ রজনী ,প্রেমের নিনাদে।
মনের মাঝে তীব্র সমুদ্র গর্জন
উত্তাল ঢেউ অসীম আহ্বান।

যেখানে হাত বাড়ালেই ঝুম বৃষ্টি
ছুঁয়ে যাবে আমায় নিঃসীম দৃষ্টি।
অবাক বিস্ময়ে জীবনের কলতানে
বৃষ্টির জল ছুঁয়ে গহন গোপন গানে।

গভীর অনুরণনে জলপ্রপাত
তুমি দেবে তো সেই বর্ষা রাত,
একটানা রিমঝিম সুরে সুরে
একান্ত আমার আমারই করে।

দুজনে ঝুম বর্ষায় সিক্ত মায়ায়
শব্দ ছন্দের গান বাঁধবে দুটি হৃদয়,
দুচোখ ছুঁয়ে ছুঁয়ে নিবিড় আবেগে
রিমঝিম রিমঝিম একটানা বেহাগে।

তখন কি তুমি আমার কবিতা হবে
প্রিয় কবির ,কোনো প্রিয় কবিতা!
কখনও নির্মলেন্দু গুণের প্রেমের
কবিতা ,গভীর অনুরণনে সংগীতে।

অনুভবে অনুপম মনের খেলাঘরে
তুমি আমি শব্দ ছন্দে ,ঝুম বৃষ্টিপাতে।

যা বয়ে চলে আমার অনুভবে ছন্দে
প্রেমের বন্যায় রক্ত কনিকায় কলেবরে।

তুমি প্রেম হও ,তুমি গান হও,
তুমি বৃষ্টির সুর হও ,আমার নুপূরের,
ছম ছম করে বেজে যাও অবিরত,
আমারই মাঝে নৈঃশব্দ্যে প্রতিনিয়ত।

কবি পরিচিতিঃ লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে। এবারের বইমেলা ২০২৩ এ তাঁর কাব্যগ্রন্থ কাব্যপ্রেমী পাঠকদের মাঝে ব্যাপক আলোচিত হয়েছে।

 

 

কিউএনবি/নাহিদা/০৫.০৮.২০২৩/রাত ১১.২৫

▎সর্বশেষ

ad