জীবনের গল্প,পর্ব-২
গত ১ম পর্বে এত এত গুণী মানুষের ভালোবাসা ও বাহবা পেয়ে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। ৫ মিনিটের লেখা সকলের মোটামুটি ভালই পছন্দ হয়েছে। তাই তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভাবলাম পর্ব ২ ও লেখবো।
আজকের আকাশ ছিল অত্যন্ত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। আজকে সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই মনে পড়ে গেলো একজনকে দেওয়া একটি কথা। এক আপনজনকে ওয়াদা করেছিলাম যে পরীক্ষা শেষ হলে, তার বই সম্পূর্ণ পড়ে সেটি সম্পর্কে মতামত দিবো। এখনো সেটি দেওয়া হয়নি তাই আজ উঠেই সেই বইটি পড়তে শুরু করলাম। আমার ছোট নানু লুৎফর রহমান এর রাজনৈতিক উপন্যাস নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান। বইটি আগেও ৩০ পেজের মত পড়েছি। কিন্তু আজ ওখান থেকে শুরু করে কিছু বুঝছিনা তাই আবার প্রথম থেকেই শুরু করলাম। এক ঘণ্টার মতো পড়লাম ৩০ পেজের মত, সবকিছু অবশ্য পড়া পড়াই লাগছিল তাই এখানেই সকালের জন্য বই পড়া স্থগিত রেখে বসে পড়লাম টিভির সামনে ।
বাংলাদেশ-আফগানিস্তান ১ম টেস্ট ম্যাচ শুরু হবে ১০ টার দিকে। বাংলাদেশের কোনো খেলা হবে আর আমি মিস করবো সেটা হয়না। তাই ৯.৩০ এর দিকে বসে ‘ টস ‘দেখে নাস্তা করলাম। ১০ টার দিকে শুরু হলো খেলা। বাংলাদেশ আগে ব্যাটিং করছে, ওপেনিং এ জয় আর জাকির । তামিমকে অবশ্য মিস করিনি কারণ ইদানিং তামিমের খেলা কেন জানি বোরিং লাগে। আফগানিস্তানের ডেব্যু করা বোলারের প্রথম বলেই জাকির আউট !দেখে মেজাজ চরমে!
রাগের মাথায় টিভি অফ করলেও পরে আবার ওপেন করে দেখা শুরু করলাম। আফগান বোলারদের শাসন করলো শান্ত! দেখতে ভালই লাগছিল। এর মধ্যেই লাঞ্চ বিরতি দিল আমিও উঠে এক কাপ চা পান করতে করতে ফেসবুকিং শুরু করলাম । গতকাল যারা শুভেচ্ছা জানিয়েছে তাদের ধন্যবাদ জানালাম। এভাবেই দুপুর হয়ে গেলো, গোসল খাওয়া দাওয়া শেষে ৩ টার দিক থেকে ৪.৩০ পর্যন্ত ক্যাম্পাস উপাখ্যান বইটি পড়লাম। রাজনীতি নিয়ে অবশ্য আমার কোনো মাথাব্যথা নেই তবুও ভালই লাগছে। বিকাল ৫ টার দিকে একটা টিউশন ছিল। ওখানে গিয়ে ফিরে আসলাম কারন স্যার আজকে আসবেন না! বাসায় ঢোকার সাথেই আমার লেখক নানার কল, ধরলাম! ধরে তেমন কোনো কথা হয়নি নেটওয়ার্ক জনিত কারণে।
বাসার পাশেই ‘সুলতানা সরোবরে’ এক বন্ধু সহ ওখানে গিয়ে চিকেন রোল আর চিকেন শাসলিক খেয়ে একটু আড্ডা দিয়ে ৭ টার মধ্যে বাসায় এসে গোসল করে পড়তে বসলাম । ১০ টার দিকে প্রকৃতির নিয়ম অনুযায়ী রাতের খাবার খেয়ে এখন বসছি লেখতে। এখন অবশ্য কারেন্ট নাই। আসলেই ফেসবুকিং শুরু করবো আবার।
সবার ভালোবাসা ও স্নেহ পেয়ে আমি খুবই আবেগাপ্লুত! তাই প্রতিদিন ভেবেছি ১ ঘণ্টা রাখবো লেখার জন্যই। আশা করি সবাই আমাকে এভাবেই আদর ও ভালোবাসা দিবেন। এখনো অতটা যোগ্য না হলেও আশা করবো মার্জিত ভাবেই আপনাদের সামনে আমার এই রোজনামচা তুলে ধরবো আজকের জন্য এখানেই বিদায়। শুভ রাত্রি।
(চলবে)
লেখকঃ নাজমুস সাকিব নোমান এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে। কুড়িগ্রাম শহরে বসবাস। পরীক্ষা দিয়েছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। প্রাত্যহিক জীবনের খন্ডচিত্র ”রোজনামচা” দিয়েই সকল লেখকই লেখালেখির জগতে প্রবেশ করে থাকেন। নোমানও তাই শুরু করেছে। পড়াশোনা ও লেখালেখির কোন বিকল্প নেই। নোমানের মত কিশোররা ফেসবুকিং ও ইউটিউব, ইন্সট্রাগ্রাম সহ সকল ডিজিটাল পাল্টফর্মে অবাধ বিচরনের পাশাপাশি যদি লেখালেখির জগতে বিচরণ করে, তাহলে জীবন গঠনে ওরা থাকবে অনেক এগিয়ে।
বিপুল/০৫.০৭.২০২৩/রাত ১১.২৫