ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা সবার জন্য সতর্কবার্তা: কৃষিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৫:১১:৪২ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে যে বক্তব্য সেটি নিয়ে সরকার বা আওয়ামী লীগ চিন্তিত না। কারণ যারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব‌্যাহত করবে তাদের বিরুদ্ধে ভিসার নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবাদুর রাজ্জাক৷ তিনি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না৷ তবে আমি মনে করি এটি সবার জন‌্য সতর্কবার্তা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, এটি সরকারি ও বিরোধী দল, সিভিল সোসাইটি সবার জন‌্য এটি প্রযোজ‌্য। যারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব‌্যাহত করবে তাদের বিরুদ্ধে ভিসার নিষেধাজ্ঞা কার্যকর হবে। আমরাও বারবার বলেছি, প্রধানমন্ত্রীও বলেছেন, আমরা যে কোনো মূল্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করব। আমি মনে করি এটি সবার জন‌্য সতর্কবার্তা। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া এর বাইরে কিছু করছে যুক্তরাষ্ট্র সেটি অ‌্যপ্রিসিয়েট করবে না। আব্দুর রাজ্জাক বলেন, আমি মনে করি এ স‌্যাংশনটা…আমাদের অনেক অশুভ শক্তি রয়েছে, অসাংবিধানিক গোষ্ঠী রয়েছে। ১৯৭৫ সালে তারা জাতির পিতাকে হত‌্যা করেছে। বারবার এ অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসে, যেটি আপনারা দেখছেন পাকিস্তানে ঘটছে। এমন ধারা বাংলাদেশেও আসতে পারে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচনে না আসে সেই দায়ভার তাদের। শেষ দিন পর্যন্ত চেষ্টা করব সব দলের অংশগ্রহণে নির্বাচন করার জন‌্য। সেজন‌্য সরকারের কোনো কার্পণ‌্য থাকবে না, কোনো আন্তরিকতার অভাব দেখাবে না। আমরা দৃঢ় বিশ্বাস বিএনপিসহ অন‌্যান‌্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, আমরা সরকার বা আওয়ামী লীগ এটি নিয়ে চিন্তিত না। আমরা আমাদের বিবেক দিয়ে পরিচালিত হচ্ছি। কাজেই এটি নিয়ে আমাদের কোনো ভয় নেই। সুনির্দিষ্ট কারো ওপরে তারা নিষেধাজ্ঞা দেইনি। কেউ করলে তার ওপর দেবে। সেক্ষেত্রে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যেটি সঠিক নয় আমরা সেটি করব না। এমন কিছু করব না যেটির মাধ‌্যমে আমাদের কেউ ভিসা থেকে বঞ্চিত হয়।

সরকার কোনো চাপ অনুভব করছেন কিনা- জানতে চাইলে বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। এ ধরনের নিষেধাজ্ঞা আমরা অতীতে দেখিনি। এটি বিরোধীদের জন‌্য প্রযোজ্য। মানুষ পুড়িয়ে হত‌্যা করে, অন্তঃসত্ত্বা নারীকে হত‌্যা করে-তারাও তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব‌্যাহত করে। তারাও তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব‌্যাহত করার অপরাধ থেকে মুক্ত নয়।  

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad