বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৪

uploader3 | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ০২:০৩:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) এই দেশটির উত্তরাঞ্চলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, গত ৬ এপ্রিল দেশটির নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ এবং টন্ডোবি গ্রামে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

সম্প্রতি গবাদি পশু চুরির চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট-গভর্নর রোডলফ সোর্গো জানান, বৃহস্পতিবারের হামলায় কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবি গ্রামে ১৩ নিহত হয়েছেন। এ হামলায় অন্যান্য গ্রামবাসীও আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা ঠিক জানা যায়নি।

হামলাকারীদের শনাক্তে সেনা অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার না করলেও কর্মকর্তারা হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছেন। সন্ত্রাসী এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৩

▎সর্বশেষ

ad