৫ সিটির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু ৯ এপ্রিল

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৪:০৬:২৭ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এ ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আগামী ৯ এপ্রিল থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদন বিক্রি শুরু হবে।একই সময়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যেও ফরম বিক্রি হবে। এসব সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভার ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।  

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৪

▎সর্বশেষ

ad