
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় এবং রুশ বাহিনী রোববার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের পরিস্থিতি সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ দিয়েছে। বাখমুতে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই চলছে।
রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, তার বাহিনী বাখমুতের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উত্তোলন করেছে এবং ‘আইনি দৃষ্টিকোণ থেকে’ বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ বাহিনী বাখমুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে, ইউক্রেনের সেনারা ‘সাহসিকতার সঙ্গে শহরটিকে ধরে রেখেছে। অতীতে যেমন করে তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াল স্ট্রিট জর্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ব্লিংকেন এ আহ্বান জানান। গারশকোভিচের বিরুদ্ধে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
জবাবে ব্লিংকেনকে লাভরভ বলেন, গারশকোভিচের ভাগ্য রুশ আদালত দ্বারা নির্ধারিত হবে।
তিনি ব্লিংকেনকে বলেন, ওয়াশিংটন এই মামলা নিয়ে যে রাজনীতি করছে, তা গ্রহণযোগ্য নয়। লাভরভ বলেন, ওই সাংবাদিককে ‘হাতেনাতে’ ধরা হয়েছিল; যদিও রাশিয়া এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
কিউটিভি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩২