বাখমুত দখলের দাবি রাশিয়ার, জেলেনস্কির অস্বীকার

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৪:৫১:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখল করে নিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী। এমন দাবি করেছেন গোষ্ঠিটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বাখমুতে দুই বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। তিনি রাশিয়ার দখলের বিষয়টি অস্বীকার করেছেন। খবর দ্য গার্ডিয়ানের। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ওয়াগনার প্রধান দাবি করেছেন, সেনারা দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখা বাখমুতের দখলে নিয়েছে এবং শহরটির প্রশাসনিক ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়িয়েছে। তিনি বলেন, ‘আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুরা শহরের পশ্চিমাংশে জমায়েত হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে, ৭০ হাজার বাসিন্দার শহরটির রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।  

ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, ‘বাখমুত এবং আভদিভকাসহ বেশ কয়েকটি শহরে তুমুল লড়াই চলছে। শত্রুরা বাখমুতে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে আক্রমণ প্রতিহত করে শহরটি রক্ষার চেষ্টা করছে।’এর আগে, রোববার এক ভিডিও বার্তায় আভদিভকা, মারিয়াঙ্কা এবং বাখমুতে সাহসিকতার সঙ্গে লড়াই করা ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশেষ করে বাখমুতে যারা লড়ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ সেখানে পরিস্থিতি সত্যিই উত্তপ্ত।’

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad