ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

৩ মাসে ১২ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৪:২৯:২৩ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১ এপ্রিল) সাংবাদিকদের এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। প্রত্যাবাসনের জন্য এসব অভিবাসীদের তিনটি ক্যাটাগরি রয়েছে-কারাবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়া, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতার এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তরিত।

এছাড়াও এখনও তিনটি অস্থায়ী ডিটেনশন সেন্টারসহ ২১টি ইমিগ্রেশন ডিপোতে বাংলাদেশিসহ এখনও মোট ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসীকে কারাবাসে রাখা হয়েছে। তবে, এসব ডিটেনশন ক্যাম্পে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। তিনি আরও বলেন, পেনাং রাজ্যের সুঙ্গাই বাকাপ অস্থায়ী ডিটেনশন সেন্টারটি ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করার পর থেকে ২ হাজার ২২৪ জন বন্দিকে সেখানে রাখা হয়। ডিপোটি প্রাথমিকভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় এবং সারা দেশে ডিটেনশন ডিপোতে ভিড় কমাতে মূলত ব্যবহার করা হয়েছিল কারণ তখন চলাচল নিয়ন্ত্রণ আদেশের বিধিনিষেধের সময় কোন অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

ইমিগ্রেশন ডিপোতে আটক এসব অবৈধ অভিবাসীদের প্রথমত এক থেকে দুই মাসের জন্য ক্যাম্পে রাখার পর সেখান থেকে সাজার মেয়াদ শেষ হলে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক পরিচয় শনাক্ত করার পর আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন শেষে এসব অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 এদিকে, চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষিত বিদেশি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া রিক্যালিব্রেশন প্ল্যান ২.০ এর আওতাধীন ২৭ হাজার ৫৭২ জন নিয়োগকর্তার অধীনে এখনও পর্যন্ত ৩ লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলেও অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান।

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad