ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের কোনো বৈরিতা নেই: রাজা তৃতীয় চার্লস

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:০৮:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে চলতি সপ্তাহে প্রথমবার জার্মানি সফরে যান তৃতীয় চার্লস। শেষদিন শুক্রবারও (৩১ মার্চ) ভীষণ ব্যস্ততায় কেটেছে তার।

সফরের সূচি অনুযায়ী জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে সঙ্গে নিয়ে বন্দরনগরী হামবুর্গের উদ্দেশ্য রওনা হন। তার আগে বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে হোটেল আডলনের সামনে রানী ক্যামিলাসহ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এ সময় তাদেরকে একনজর দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত।

গাড়িতে ওঠার আগেই তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় পর্ব সেরে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান ব্রিটিশ রাজা। পরে রওনা দেন প্রধান ট্রেনস্টেশনে। সেখান থেকে বিশেষ এক ট্রেনে চেপে রওনা দেন বন্দরনগরী হামবুর্গ। শেষ দিনেও রাজাকে দেখতে পেয়ে খুশি ভক্তরা।

হামবুর্গে পৌঁছে রানী ক্যামিলাকে নিয়ে আবারও ভক্তদের ভালোবাসার জবাব দেন  রাজা। ট্রেনস্টেশনের বাইরে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা তার শুভানুধ্যায়ীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নিজ দেশে ফিরে যাওয়ার আগে জার্মান প্রেসিডেন্ট ও স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশেষ জাহাজে করে বন্দরনগরী হামবুর্গ ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ঐতিহাসিক নানা স্থাপনা।

জার্মানি সফর শেষে প্রতিবেশী দেশ ফ্রান্সে যাওয়ার কথা থাকলেও দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আপাতত নিজ দেশেই ফিরে যান রাজা তৃতীয় চার্লস।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad