
আন্তর্জাতিক ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে চলতি সপ্তাহে প্রথমবার জার্মানি সফরে যান তৃতীয় চার্লস। শেষদিন শুক্রবারও (৩১ মার্চ) ভীষণ ব্যস্ততায় কেটেছে তার।
সফরের সূচি অনুযায়ী জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে সঙ্গে নিয়ে বন্দরনগরী হামবুর্গের উদ্দেশ্য রওনা হন। তার আগে বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে হোটেল আডলনের সামনে রানী ক্যামিলাসহ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এ সময় তাদেরকে একনজর দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত।
গাড়িতে ওঠার আগেই তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় পর্ব সেরে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান ব্রিটিশ রাজা। পরে রওনা দেন প্রধান ট্রেনস্টেশনে। সেখান থেকে বিশেষ এক ট্রেনে চেপে রওনা দেন বন্দরনগরী হামবুর্গ। শেষ দিনেও রাজাকে দেখতে পেয়ে খুশি ভক্তরা।
হামবুর্গে পৌঁছে রানী ক্যামিলাকে নিয়ে আবারও ভক্তদের ভালোবাসার জবাব দেন রাজা। ট্রেনস্টেশনের বাইরে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা তার শুভানুধ্যায়ীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
নিজ দেশে ফিরে যাওয়ার আগে জার্মান প্রেসিডেন্ট ও স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশেষ জাহাজে করে বন্দরনগরী হামবুর্গ ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ঐতিহাসিক নানা স্থাপনা।
জার্মানি সফর শেষে প্রতিবেশী দেশ ফ্রান্সে যাওয়ার কথা থাকলেও দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আপাতত নিজ দেশেই ফিরে যান রাজা তৃতীয় চার্লস।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৮