ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

মেসি বার্সায় ক্যারিয়ার শেষ করলে খুশি হবেন রোনালদিনহো

Ayesha Siddika | আপডেট: ২৫ মার্চ ২০২৩ - ১০:৩৬:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে লম্বা সময় খেলে এসেছেন লিওনেল মেসি। বনে গেছেন ক্লাবটির লিজেন্ড। কিন্তু তাদের সাথে বনাবনি না হওয়ার কারণে শেষ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপও। তবে পিএসজির হয়ে যেন দিন দিন পারফরম্যান্স হারাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।  

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। এরপরই লিগে এসে রেনের বিপক্ষে হার। পারফরম্যান্স খরায় ভুগতে থাকা এই ক্লাবে মেসিকে কি মানাবে? যদিও এই বয়সে এসেও পায়ের যাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। তবে একাই কি সব করা যায়? যে কারণে ক্লাব পরিবর্তনের কথা এসেই যাচ্ছে।  

ফরাসি ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি পুরোবে মেসির। এরপর তিনি যাচ্ছেন কোথায়? যদিও আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে বার্সেলোনায় ফেরার ব্যাপারেই বেশ আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে মেসির জাতীয় দলের সতীর্থ সের্হিও আগুয়েরো বলেছিলেন, বার্সাতে থেকেই যেন অবসর নেন মেসি। এবার সেই পথে হাটলে বার্সা লিজেন্ড রোনালদিনহোও।  

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি ইভেন্টে অংশগ্রহণের সময় ব্রাজিলিয়ান এই তারকা জানান, যেখানেই যাক মেসিকে খুশী দেখতে চান তিনি। রোনালদিনহো বলেন, ‘আমি তাকে সুখী দেখতে চাই, সে যেখানেই থাকুক না কেন। ’তবে বার্সেলোনায় থেকে মেসি অবসর নিলে যে রোনালদিনহো খুশী হবেন সেটি অবশ্য লুকাননি ব্রাজিলিয়ান লিজেন্ড। তিনি বলেন, ‘এটা যুক্তিযুক্ত যে, বার্সার সঙ্গে এত বছর ধরে থেকে এতসব ইতিহাস সে গড়েছে, যেটি আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি এটা খুব ভালো হবে যদি সে এখানে (বার্সেলোনায়) থেকে ক্যারিয়ার শেষ করে। ’

 

 

কিউটিভি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:৩৫

▎সর্বশেষ

ad