ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মিঠুন চক্রবর্তীর ‘ডিসকো ড্যান্সার’ আসছে থিয়েটারের মঞ্চে

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০৪:০৪:১৮ পিএম

বিনোদন ডেস্ক : ‘আই অ্যাম এ ডিসকো ড্যান্সার’ গানটি কখনো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ক্লাসিক ছবি ‘ডিসকো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। ১৯৮২ সালে মুক্তি পায় ছবিটি। এখন এ সিনেমা মঞ্চে আসতে চলেছে। ছবিটির ওপর ভিত্তি করেই ‘ডিসকো ড্যান্সার: দ্য মিউজিক্যাল থিয়েটার’ আসতে চলেছে। শো-র নির্মাতাদের তরফে জানা গেছে, এপ্রিল মাসেই ভারতে এই শো-র গ্র্যান্ড প্রিমিয়ার হবে।

২০২২ সালের নভেম্বরে ব্রিটেনে এই শো মঞ্চস্থ হয়। তখন এটির সব টিকিট বিক্রি হয়ে যায়। সুনীল শেঠি এবং সারেগামার উদ্যোগে এবার ভারতে আসছে এই মিউজিক্যাল থিয়েটার। জানা গেছে, আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন এই নাটকের প্রথম শো মঞ্চস্থ হবে ভারতের এনএসসিআই ডোমে।

ছবিতে যেমনটা দেখা গিয়েছিল, একজন পারফরমার যিনি মূলত রাস্তায় পারফর্ম করতেন, সেই জিমি কীভাবে বড়লোক এবং জনপ্রিয় হয়ে ওঠেন তার গল্প। কী করে তিনি এখন ডিসকো ড্যান্সার এবং সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা পান। ‘ডিসকো ড্যান্সার’ ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। বাপ্পি লাহিড়ির গাওয়া ছবির গানগুলো সেই সময় দারুণ জনপ্রিয় হয়। এখানে রাজেশ খান্না, ওম পুরীকেও দেখা গিয়েছিল।

জানা গেছে, এই থিয়েটারে বাপ্পি লাহিড়ির সব গানকে একদম নতুনভাবে তুলে ধরা হবে। বলিউডকে উদ্‌যাপন করার জন্যই এ উপস্থাপনা করা হয়েছে। ডিসকো ধরনের নাচ, সংলাপ সবটাই ধরা পড়বে এই নাটকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad