ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০১:০০:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ মার্চ বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পানামা। স্টেডিয়ামটিতে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ৮৪ হাজার ৫৬৭ জন দর্শক।

তবে এই সাড়ে ৮৪ হাজার আসনের বিপরীতে এরই মধ্যে অনলাইনে সাড়ে ১৫ লাখ আবেদন জমা পড়েছে। আর ম্যাচটিতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। সে হিসাবে শুধু সাংবাদিকদেরই লাগবে মনুমেন্টালের মতো দুটি স্টেডিয়াম।

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

এ বিষয়ে এক টুইটবার্তায় আর্জেন্টিনার ফুটবল সংস্থার (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘এই ম্যাচটি দেখার জন্য যারা আবেদন করেছেন, তাদের সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। এ পর্যন্ত যত আবেদন এসেছে, তা ইতিহাসের সর্বোচ্চ।’

আর্জেন্টিনা-পানামা ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা)। 

এই ম্যাচের পর ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতা মনুমেন্টাল স্টেডিয়ামের তুলনায় অর্ধেকেরও কম।

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad