জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীর মাঝে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ ২০২৩ইং ) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।


খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় বিশ্ববিদ্যালয়ের ৪’শ ৪৫ জন ও কলেজ পর্যায়ে ২’শ ৭২জনসহ মোট ৭’শ ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সরকারী-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:২৪