ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শবে বরাতে বানিয়ে ফেলুন মুগ ডালের হালুয়া

uploader3 | আপডেট: ০৮ মার্চ ২০২৩ - ০৩:৫১:০৫ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : শবে বরাতে সুজি কিংবা বুটের হালুয়া আমরা খেয়েই থাকি। তবে মুগ ডালের হালুয়া খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। আজ আপনাদের জন্য রইল মুগ ডালের হালুয়া রেসিপি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি।

মুগ ডালের হালুয়া তৈরির উপকরণ:

১ কাপ হলুদ মুগ ডাল

পরিমাণমতো ঘি

১ টেবিল চামচ সুজি

১ টেবিলচামচ বেসন

পরিমাণমতো চিনি

পরিমাণমতো পানি

আধা চা চামচ এলাচ গুঁড়ো

এক মুঠো পেস্তা কুচি

এক মুঠো আমন্ড কুচি

এক মুঠো কাজুবাদাম কুচি

আধা কাপ খোয়া ক্ষীর

মুগ ডালের হালুয়া তৈরির পদ্ধতি:

১) মুগ ডাল খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ।

২) এরপর ব্লেন্ডারে ভেজা ডাল দিয়ে মিহি করে বেটে নিন।

৩) কড়াইয়ে ঘি গরম করে সুজি আর বেসন দিয়ে ভাজুন, যতক্ষণ না হালকা সোনালি রং আসে।

৪) এবার তাতে ডাল বাটা দিয়ে খুব কম আঁচে নাড়তে থাকুন।

৫) নাড়তে নাড়তে ডালের গায়ে একটা সময় বাদামি রং আসবে, ক্রমশ বালি বালি হয়ে আসবে মিশ্রণটা।

৬) অন্য একটা পাত্রে পরিমাণমতো চিনি, পরিমাণমতো পানি, এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে থাকুন।

৭) বেশ কিছুক্ষণ ফোটানোর পর চিনি গলে গেলে রসটা নামিয়ে ডালের মিশ্রণে ঢেলে দিন। নাড়তে থাকবেন ঘন ঘন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।

৮) ডাল পুরো চিনির মিশ্রণটা শুষে নিলে নামিয়ে নিন। একেবারে শেষে বাদাম কুচি আর খোয়া ক্ষীর মিশিয়ে দিন ভালো করে। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের হালুয়া!

কিউটিভি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad