ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

শবে বরাতে বানিয়ে ফেলুন মুগ ডালের হালুয়া

uploader3 | আপডেট: ০৮ মার্চ ২০২৩ - ০৩:৫১:০৫ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : শবে বরাতে সুজি কিংবা বুটের হালুয়া আমরা খেয়েই থাকি। তবে মুগ ডালের হালুয়া খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। আজ আপনাদের জন্য রইল মুগ ডালের হালুয়া রেসিপি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি।

মুগ ডালের হালুয়া তৈরির উপকরণ:

১ কাপ হলুদ মুগ ডাল

পরিমাণমতো ঘি

১ টেবিল চামচ সুজি

১ টেবিলচামচ বেসন

পরিমাণমতো চিনি

পরিমাণমতো পানি

আধা চা চামচ এলাচ গুঁড়ো

এক মুঠো পেস্তা কুচি

এক মুঠো আমন্ড কুচি

এক মুঠো কাজুবাদাম কুচি

আধা কাপ খোয়া ক্ষীর

মুগ ডালের হালুয়া তৈরির পদ্ধতি:

১) মুগ ডাল খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ।

২) এরপর ব্লেন্ডারে ভেজা ডাল দিয়ে মিহি করে বেটে নিন।

৩) কড়াইয়ে ঘি গরম করে সুজি আর বেসন দিয়ে ভাজুন, যতক্ষণ না হালকা সোনালি রং আসে।

৪) এবার তাতে ডাল বাটা দিয়ে খুব কম আঁচে নাড়তে থাকুন।

৫) নাড়তে নাড়তে ডালের গায়ে একটা সময় বাদামি রং আসবে, ক্রমশ বালি বালি হয়ে আসবে মিশ্রণটা।

৬) অন্য একটা পাত্রে পরিমাণমতো চিনি, পরিমাণমতো পানি, এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে থাকুন।

৭) বেশ কিছুক্ষণ ফোটানোর পর চিনি গলে গেলে রসটা নামিয়ে ডালের মিশ্রণে ঢেলে দিন। নাড়তে থাকবেন ঘন ঘন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।

৮) ডাল পুরো চিনির মিশ্রণটা শুষে নিলে নামিয়ে নিন। একেবারে শেষে বাদাম কুচি আর খোয়া ক্ষীর মিশিয়ে দিন ভালো করে। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের হালুয়া!

কিউটিভি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad