
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর একসময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন ছিলেন জাভি হার্নান্দেজ। যার রয়েছে মধ্যপ্রাচ্যের ক্লাবে খেলার অভিজ্ঞতা। তাই তিনি ছাড়া এই মুহূর্তে সিআরসেভনকে ভালো পরামর্শ কে দিতে পারবে! সৌদি আরবের লিগ নিয়ে পর্তুগিজ তারকাকে সতর্ক করে দিয়েছেন তিনি। সম্ভবত আরবের লিগ নিয়ে পাওয়া প্রথম কোনো সতর্কবার্তা পেলেন পর্তুগাল অধিনায়ক।
বার্সেলোনার বর্তমান কোচ জাভি কাতারের ক্লাব আল-সাদের হয়ে খেলেছেন, দলটির কোচও ছিলেন কিছুদিন। তাই প্রতিদ্বন্দ্বী হলেও জাভির পরামর্শটা নিতেই পারেন রোনালদো। মধ্যপ্রাচ্যে খেলার অভিজ্ঞতা থেকেই জাভি বলেছেন, রোনালদো জন্য সেখানে কাজটা মোটেই সহজ হবে না। তবে ইউরোপ জয় করে আসা রোনালদো যে এখানেও পার্থক্য গড়ে দেবেন- এ বিশ্বাস তার আছে।
জাভি ক্যারিয়ারের শেষবেলায় ২০১৫ সালে খেলোয়াড় হিসেবে বার্সার সঙ্গে ২৪ বছরের সম্পর্ক ছিন্ন করে আল-সাদে যোগ দেন। চার বছর আল-সাদে খেলেছেন। বুটজোড়া তুলে রাখার পর ২০১৯ সালে আল-সাদেরই কোচের দায়িত্ব নিয়েছেন। সেখানে ঘরোয়া লিগসহ বেশ কিছু টুর্নামেন্টও জিতেছেন তিনি। জাভির মতো রোনালদোও ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে মধ্যপ্রাচ্যের ফুটবলে পা রেখেছেন। রোনালদো আল নাসরে যোগ দিয়েই মনে করিয়ে দিয়েছিলেন ইউরোপ জয় করেই তিনি মধ্যপ্রাচ্যে এসেছেন। কথাটা মিথ্যা নয়। ইউরোপিয়ান ফুটবলের সম্ভাব্য সবকিছুই তো এই পর্তুগিজ তারকা জিতেছেন।
জাভিও তাই ভরসা রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ওপর, ‘সৌদি আরবের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগ। তবে রোনালদোও তো একজন লড়াকু ফুটবলার। আমি নিশ্চিত, সে ভালো করবে এবং পার্থক্য গড়ে দেবে।’
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৫