বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৬:৩৯:২৫ পিএম

ডেস্ক নিউজ : ১০ দফা দাবি আদায়ে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বুধবার সারা দেশে বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad