টানা দ্বিতীয় জয় পেল সিলেট, বৃথা গেল সাকিবের ফিফটি

superadmin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ১১:১১:৫০ পিএম

ডেস্কনিউজঃ দ্বিতীয় দিনে এসেই জমজমাট এক ম্যাচ দেখল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও শেষ রেহাই হলো না বরিশালের। ১৯৫ রানের লক্ষ্যও নির্দ্বিধায় হেসেখেলে জয় করে নিয়েছে সিলেট। ৬ বল আর ৬ উইকেট বাকি রেখেই গন্তব্যে পৌঁছে গেছে মাশরাফির দল। বৃথা গেল সাকিব আল হাসানের ঝড়ো ৬৭ রান। এদিকে টানা দুই ম্যাচে জয়ে সিলেট স্ট্রাইকার্স উঠে গেছে পয়েন্ট তালিকার শিখরে।

১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট। ১ রান করে রান আউটের ফাঁদে পড়েন কলিন অ্যাকারম্যান। তবে এরপরেই বদলে যায় চিত্র, বরিশাল দ্বিতীয়বার যখন উইকেট উল্লাসে মাতে, ততক্ষণে সিলেটের রান তিন অঙ্ক ছুঁয়েছে। তবে এই উইকেটও নিতে পারেনি বরিশালের কোনো বোলার। অথচ সেখানে আছেন সাকিব, মিরাজ, ইবাদত, খালেদ, রাব্বির মতো বোলার!

তৌহিদ হৃদয়ের সাথে ৬৯ বলে ১০১ রানের জুটি গড়ে শান্ত যখন আউট হন, সিলেটের রান তখন ১১.৪ ওভারে ১০২। শান্ত আউট হন ৪০ বলে ৪৮ রান করে। বরিশালের বোলাররা অবশেষে প্রথম উইকেটের দেখা পায় তৌহিদ হৃদয় ফিরে গেলে, ৩৪ বলে ৫৫ রান করে হৃদয়। অবশ্য আউট হবার আগে জাকির হাসানের সাথে ১৭ বলে ৩৪ রানের এক জুটি গড়েন হৃদয়।

হৃদয় ফিরে গেলেও থামেনি জাকিরের ব্যাট, আউট হবার আগে খেলেন ১৮ বলে ৪৩ রানের ইনিংস। জাকির ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি, জয়ের পথ দেখিয়েই গেছেন তিনি। ততক্ষণে সেই পথে চলতে শুরু করেছেন মুশফিকুর রহিম, দলের জয় নিশ্চিত করেই শেষ হয় মুশফিকের সেই পথচলা। ১১ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন তিনি, সঙ্গী থিসারা পেরেরাও কম যাননি, তিনি অপরাজিত ছিলেন ৯ বলে ২০ রানে। ফলে ১ ওভার বাকি থাকতেই জয়ের সাথে আলিঙ্গন করে ফেলে সিলেট।

এর আগে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে সাকিব আল হাসানের ৩২ বলে ৭ চার আর ৪ ছক্কার ৬৭ রানের ইনিংসে ৭ উইকেটে ১৯৪ রান করে ফরচুন বরিশাল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলতে থাকে বরিশাল। দুই ওপেনার মিলে ৭.২ ওভারে গড়েন ৬৭ রানের জুটি। এনামুল হক বিজয় ২১ বলে ২৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। ২৫ বলে ৩৬ রান করেন তিনি। তবে এরপর থেকেই শুরু হয় সাকিব শো। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন তিনি।

১৩ রান করে ইফতেখার ফিরে গেলে তৃতীয় উইকেটের দেখা পায় সিলেট। সেই সাথে ভাঙে ৩৫ রানের জুটি। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩০ রানের জুটি করেন সাকিব, মাহমুদউল্লাহ ফেরেন ১২ বলে ১৯ রান করে৷ এরপর হায়দার আলীর সাথে ১৪ বলে ৩৩ রানের জুটি হলেও সাকিব একাই করেন ৮ বলে ৩০ রান। এ সময় মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতকও। করিম জানাতের সাথে ১২ রানের জুটি ভাঙে শেষ ওভারে সাকিব ৬৭ রান করে বিদায় নিলে৷ ১২ বলে ১৭ রান করেন করিম জানাত।

এইদিন অনেকটা বিস্ময়কর কাণ্ডের দেখা মেলে টসের সময়ে। দুই দলের নির্ধারিত অধিনায়কদের কেউ আসেননি টস করতে। সিলেটের হয়ে মাশরাফির পরিবর্তে যেমন আসেন মুশফিকুর রহিম, তেমনি বরিশালের হয়ে টসে আসেন মেহেদী হাসান মিরাজ।

বিপুল /০৭.০১.২০২৩/ রাত ১১.০৭

▎সর্বশেষ

ad