ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

superadmin | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৮:৩৬:২৫ পিএম

ডেস্কনিউজঃ সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা গেছেন। স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার প্রায় এক দশক পর তার ভ্যাটিকানের বাসায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় বেনেডিক্টের।

তিনি ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পদত্যাগ করার পর তিনিই হলেন দ্বিতীয় কোনো পোপ যিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

বেনেডিক্ট তার শেষ বছরগুলো কাটিয়েছেন ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া আশ্রমে।

তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি প্রায়ই তাকে দেখতে সেখানে যেতেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট আজ সকাল ৯টা ৩৪ মিনিটে মেটার ইক্লেসিয়া আশ্রমে মারা গেছেন।’

এ বিষয়ে পরবর্তী সময়ে আরো বিস্তারিত জানানো হবে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য তার লাশ ২ জানুয়ারি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়।

তবে তার কিছু সময় পর তার শেষ কৃত্যের সময় ঘোষণা করা হবে।

সূত্র : বিবিসি

বিপুল/৩১.১২.২০২২/রাত ৮.২৯

▎সর্বশেষ

ad