
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজোলয় নারী কল্যান সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ,মাদক বিরোধী উদ্বদ্ধুকরণ সভা ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী ডি,কে ক্লাবের হলরুমে ফুলবাড়ী নারী কল্যান সংস্থার সভাপতি মোছাঃ সাহারা বানু এর সভাপতিত্বে বাল্য বিবাহ,মাদক বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার মাসুদসহ নারী কল্যাস সংস্থার সকল কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
কিউটিভি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫