
ডেস্ক নিউজ : মেট্রো রেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিএমপি। এমআরটি গঠনের আগ পর্যন্ত ডিএমপি এ দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার দিয়াবাড়ী, উত্তরা নর্থ সেন্টার ও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, জনস্বার্থেই মেট্রো রেল খুবই গুরুত্বপূর্ণ। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। এর আগে পর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থায় মেট্রো রেলের নিরাপত্তা দেবে।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন। এর আগে মেট্রো রেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সতন্ত্র বিশেষ ইউনিট গঠনের প্রস্তাব দিয়েছিল জননিরাপত্তা বিভাগ। গতকাল সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ওই প্রস্তাব আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠিয়েছে।
বিশেষায়িত এই ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট পরিচালনায় পুলিশের ৩৫৭টি পদ সৃষ্টির প্রয়োজনীয়তা আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কালের কণ্ঠকে বলেন, জনগণের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বেহিসেবে মেট্রো রেলের যাত্রীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা হবে। তিনি বলেন, এমআরটি পুলিশ ইউনিটের জন্য কিছু প্রসিডিউর রয়েছে। সেটা শেষ হওয়ার পর নিশ্চয়ই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪






