
ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. ওসমান আলী, স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, জয়নাল আবেদীন, আজাহারুল ইসলাম বেপারী, শিক্ষক মজিবুর রহমান, আব্বাস আলী ও সুরুজ্জামান সরকার প্রমুখ। মেধা পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪






