ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

দুর্গাপুরে সরকারি খাস জমি উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০১:৫১:৩৫ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের মাকরাইল মৌজা থেকে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে প্রায় এক একর ভুমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নের মাকরাইল মৌজার এসএ কতিয়ান নং ১৯, দাগ নং ০৩, বিআরএস খতিয়ান নং ০১ এর ওই সরকারি ভুমি স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিলেন। সরকারি প্রয়োজনে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ভুমি উদ্ধার করা হয়। এ সময় এসআই শুভাশিষ গাঙ্গুলী, সার্ভেয়ার মো. শাহআলম, তহশীলদার মোখলেছুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি ভুমি উদ্ধারে কোন ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হউক এমন কোন কাজ করতে দেয়া হবে না। উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে। সরকারি খাস জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১.৫১

▎সর্বশেষ

ad