ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দুর্গাপুরে সরকারি খাস জমি উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০১:৫১:৩৫ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের মাকরাইল মৌজা থেকে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে প্রায় এক একর ভুমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নের মাকরাইল মৌজার এসএ কতিয়ান নং ১৯, দাগ নং ০৩, বিআরএস খতিয়ান নং ০১ এর ওই সরকারি ভুমি স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিলেন। সরকারি প্রয়োজনে ভুমিহীনদের পুনর্বাসনের লক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ভুমি উদ্ধার করা হয়। এ সময় এসআই শুভাশিষ গাঙ্গুলী, সার্ভেয়ার মো. শাহআলম, তহশীলদার মোখলেছুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি ভুমি উদ্ধারে কোন ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হউক এমন কোন কাজ করতে দেয়া হবে না। উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে। সরকারি খাস জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১.৫১

▎সর্বশেষ

ad