ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

বয়কট ঘটনার পর প্রথম কাতার সফরে আমিরাতের প্রেসিডেন্ট

Anima Rakhi | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ - ০৪:৫৬:২০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান আকস্মিক সফরে কাতার গিয়েছেন। তুরস্কভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালে সৌদি নেতৃত্বাধীন চারটি দেশ কাতারকে সাড়ে তিন বছর যাবত বয়কট করে। ২০২১ সালের জানুয়ারিতে সৌদি জোট বয়কট প্রত্যাহার করে।

উল্লেখ্য, ২০১৭ সালে পূর্বঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। ওই সময় তাদের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে। এ ছাড়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেশটির। কিন্তু কাতার এসব অভিযোগ অস্বীকার করেছিল।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়ামের খবরে বলা হয়েছে, ‘দুই দেশ এবং দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান কাতার সফর করছেন।’

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ২০১৭ সালে কাতারকে বর্জনের ‘প্রধান স্থপতি’ হিসেবে মনে করা হয়। ওই সময় মিশর, সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের জন্য আকাশ এবং সমুদ্রসীমা বন্ধ করে।  

কিউটিভি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬

▎সর্বশেষ

ad