ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

রাজশাহীতে বিএনপির সমাবেশ শনিবার : প্রস্তুত মঞ্চ

superadmin | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ - ১০:০৪:৫৩ পিএম

ডেস্কনিউজঃ রাজশাহী বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এখন চলছে মাইক লাগানোর কাজ। রাজশাহীর গণসমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এর আগের ৮ টি সমাবেশে এত বড় মঞ্চ প্রস্তুত করা হয়নি।

মঞ্চ প্রস্তুতকরণ কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন সালাম (বিপ্লব) বলেন, ঐতিহাসিক মাদ্রাসার মাঠে ৮৪ ফিট দৈর্ঘ্য ও ৩৫ ফিট প্রশস্তের মঞ্চ নির্মাণ করা হয়েছে।

মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার খালি রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের জন্য ২০০ টি চেয়ার রাখা হয়েছে। সমাধিস্থল ও আশপাশ এলাকায় ১৩০ টি মাইক লাগানো হচ্ছে।

তিনি আরো বলেন, মাঠের মধ্যে সকাল ছয়টা থেকে নেতাকর্মীরা প্রবেশ করবেন। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী পৌঁছেছেন।

এদিকে সমাবেশস্থলের পাশে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। নগরীর বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন নেতাকর্মীরা।

বিপুল/০২.১২.২০২২/ রাত ১০.০০

▎সর্বশেষ

ad