ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত – ১ আহত- ১

Anima Rakhi | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ - ০৫:১৩:৩৭ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় স্ট্র্যারিং ট্রলির ধাক্কায় বৃহস্পতিবার রাত ১০টার সময় মোটরসাইকেল চালক সোহাগ হোসেন (১৮) নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন (১৮) নামে এক জন আহত হয়েছে। নিহত সোহাগ হোসেন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের সাবদুল্লাহ হোসেনের ছেলে। দুই বন্ধু এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা মোটরসাইকেল নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নিকট স্ট্রারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর সোহাগ হোসেন ঘটনাস্থলে নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী আহত হৃদয় হোসেন কে আশংকা জনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।একটি সূত্র থেকে জানা যায়, দুই বন্ধু এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা মোটরসাইকেল নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল।

কিউটিভি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad