ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গোল্ডেন বুট: দৌড়ে আছেন যারা

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ০৩:১১:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ফিফার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। শেষ ষোলোতে খেলছে কোন কোন দল তাও প্রায় নির্ধারিত হয়ে গেছে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট কে পাবেন, সে নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে। শেষ পর্যন্ত কে পাবেন সোনার বুট? 

এখন পর্যন্ত লড়াইয়ে এগিয়ে চারজন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার গোল তিনটি। এর মধ্যে ভ্যালেন্সিয়ার দল বিদায় নেওয়ায় তার আর গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই, যা আছে বাকি তিন জনের । 

দুই গোল নিয়ে এখনো দৌড়ে আছে লিওনেল মেসি সহ আরও ১১ জন। এদের মধ্যে সৌদি আরবের দাওসারি, ইরানের তারেমি বাদ পড়ে গেছে। মেসি কাল পেনাল্টি মিস না করলে অবশ্য তার গোলও হতো তিন। তবে মেসিসহ ব্রুনো ফার্নান্দেজ, রিচার্লিসন, অলিভিয়ের জিরুরা সুযোগ পাচ্ছেন নকআউটে বাড়িয়ে নেওয়ার।

গোল ও অ্যাসিস্ট মিলে হিসেব করলে সবার ওপরে এমবাপ্পে ও ব্রুনো। ব্রুনো দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট, আর এমবাপ্পে তিন গোলের সাথে অ্যাসিস্ট একটি। 

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৩.১০

▎সর্বশেষ

ad