
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ন্যাঢ্য শোভাযাত্রা, বিজ্ঞান ভিত্তিক কুইজ, শিক্ষার্থীদের আয়োজনে উদ্ভাবনী স্টল গুলো পরিদর্শন শেষে ‘‘বিদ্যুৎ ও পানি অপচয় রোধ’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মৎস অফিসার মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।বর্তমান দেশে মানুষ বাড়ার সাথে সাথে কৃষি জমি কমে যাওয়ায় প্রযুক্তিগত পদ্ধতির দিকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, মানুষের কল্যানে কৃষি ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে একই জমিতে অনেক ফসল ফলানোসহ নানা উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের কাজে লাগাতে। দেশকে এগিয়ে নিতে তাদের এ ধরনের উদ্ভাবন দেশের সহায়ক হিসেবে কাজ করবে। মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮