ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মাটিরাঙ্গাতে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ

Anima Rakhi | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ০৬:৩২:৪৮ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় 
বীনা উদ্ভাবিত উচ্চফলনশীল রবি/বোরো ফসলের জাত সমুহের পরিচিতি,  কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষন শীর্ষক কৃষক  প্রশিক্ষন ও বীজ বিতরন করা হয়েছে।শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তবলছড়ির গৌরাঙ্গ পাড়া চৌমুহনীতে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা কৃষি সম্পাসারন অধিদপ্তর এর   আয়োজনে বাংলাদেশ পরমানু  কৃষি গবেষণা ইনস্টিটিউট  বিনার খাগড়াছড়ি উপকেন্দ্রের  সহযোগিতায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার’র সভাপতিত্বে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  ভার্চুয়ালী বক্তব্য রাখেন বীনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।কৃষক সমাবেশে বিনা’র পরিচালক (গবেষনা) ড. মো. আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণা সমন্বয়ক বিনার  ড. মো. মনজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বীনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে তাইন্দং ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:রফিক সহ জনপ্রতিনিধি,শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার  সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি ব্যবস্থা। আমাদের সকলকে উৎপাদনশীল হতে হবে  নিজেদের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকে জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা আরো বলেন, বীনা’র জাতগুলো প্ররীক্ষিত। বীনা উদ্ভাবিত ধান বা রবি শষ্য উচ্চফলনশীল জাত। এসব চাষ করে কৃষকরা সাফল্য পেতে পারে। মানবদেহের জন্য ক্ষতিকর তামাক চাষ না করে সরিষা চাষে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।কৃষক প্রশিক্ষন ও কৃষক সমাবেশ শেষে কৃষকের মাঝে বীজ বিতরন করেন বিনা’র পরিচালক গবেষনা ড. মো. আব্দুল মালেক,  খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

▎সর্বশেষ

ad