ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

পর্যটকদের জন্য নতুন অ্যাডভেঞ্চার, রাতেও চলবে দার্জিলিঙের টয় ট্রেন

Anima Rakhi | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ - ১২:৩৯:৩৯ পিএম

ডেস্ক নিউজ : ভোর হলেই কুয়াশা। দিনভর শিরশিরানি। আর শীতের হাওয়া গায়ে লাগলেই মন চায় বেড়াতে যেতে। শীতের দুপুর অঞ্জন দত্তের গান শুনতে-শুনতে মনটা বড় দার্জিলিং-দার্জিলিং করে ওঠে। মনে হয়, এক ছুটে পৌঁছে যাই খাদের রেলিংটার পাশে। প্রিয়জনের হাত ধরে গায়ে মাখি শীতের ওম।

পর্যটকদের মন কাড়তে নভেম্বর-ডিসেম্বরে পাহাড়ের রানি মেতে ওঠে উৎসবের রঙে। এবছর সেই আর্কষণ দ্বিগুণ করতে অভিনব উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ (DHR)। রাতের পাহাড়ে চলবে টয় ট্রেন।

দিনের বেলা যতই সুন্দরী হোক পাহাড়, রাতের বেলা সে যেন এক মোহময়ী রূপ ধারণ করে। দার্জিলিং থেকে নিচের দিকে তাকালেই চোখে পড়ে জোনাকির মতো ঝিকমিক করতে থাকা ছোট ছোট গ্রাম। মিশকালো অন্ধকারের পর্দা ছিঁড়ে নিচের দিকে তাকালেই চোখে পড়ে ঝিকিমিকি আলো। আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সবমিলিয়ে পাহাড়প্রেমীদের মনে দাগ কেটে যায় রাতের দার্জিলিং। আর এবার সেই রাতের দার্জিলিংয়ে চলবে টয় ট্রেন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত যাতায়াত করবে ট্রেনটি।

১২ নভেম্বর পাহাড়ে শুরু হচ্ছে ঘুম উৎসব। প্রতিবার এই উৎসবের টানে দার্জিলিংয়ে জড়ো হয় বহু দেশি-বিদেশি পর্যটক। এবার তাদের আরও বেশি আনন্দ দিতে ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টয় ট্রেনটি। তবে সপ্তাহে মাত্র একবার। প্রতিবার শনিবার মিলবে রাতের এই জয় রাইড। ডিএইচআর ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন, ১২, ১৯ ও ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর চলবে টয় ট্রেনটি। ভাড়াও সাধারণ জয় রাইডের মতো। তবে কোন সময় ট্রেনটি ছাড়বে সেটা এখনও স্পষ্ট নয়।

ডিএইচআরের আশা, ঘুম উৎসব উপলক্ষে জমজমাট থাকবে দার্জিলিং। রাতের রাইডেও যথেষ্ট ভিড় হবে। মন কাড়বে পর্যটকদের। তবে মাঝেমধ্যেই টয় ট্রেন লাইনে বিপত্তি ঘটে। ফলে রাতের অন্ধকারে টয় ট্রেন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

▎সর্বশেষ

ad