ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ১২:৩৮:০৫ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার মো.নাজিম উদ্দিন (২৯) উপজেলার হাতিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামের মৃত বশির উল্যার ছেলে।  মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খবির মার্কেট সংলগ্ন আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস পূর্বে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের সাথে একই পৌরসভার ৫নং ওয়ার্ডেল চরকৈলাশ গ্রামের আবু তাহেরের মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। পারিবারিক কলহের জের ধরে গত রোববার ৩০ অক্টোবর সকালে নাজিম উদ্দীন তার নিজ বাড়ির বসত ঘরে স্ত্রী সুরমা বেগমকে (১৯) পিটিয়ে মাথায় আঘাত ও পরে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের মা সাফিয়া বেগম অভিযোগ করেন।নিহতের বড় ভাবি জিন্নাত আরা বলেন, নাজিম সকাল প্রায় ৯ টার সময় মোবাইল ফোনে সুরমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর দ্বিতীয় বার ফোন করে সুরমা অজ্ঞান হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসেন বলেই ফোন কেটে দেয়। দ্রুত সুরমার বাবা-মা আত্মীয়স্বজন ছুটে গেলে সুরমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর স্বামী নিজাম গা ঢাকা দেয়। এ ঘটনায় নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম বাদী হয়ে  নিহতের স্বামী মো.নাজিম উদ্দীনসহ ৪ জনকে আসামি করে মঙ্গলবার হাতিয়া থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তিন দিন পর নিহতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ।হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

▎সর্বশেষ

ad