
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে জাতীয় যুব দিবস ২০২২ ইং উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ ও ঋন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ভাবে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম উদ্দোক্তা ও সফল নারী সংগঠক আসমা সিদ্দিকা বেবি প্রমুখ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজার সঞ্চালনায় আলোচনা শেষে প্রশিক্ষিত ৩০ জন যুবক ও যুবমহিলার মাঝে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষিত ৪ জন যুবকের মাঝে ৫০ হাজার টাকার যুবঋনের চেক বিতরণ করা হয়েছে।
কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩