ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শেষ বিদায় জানালো পৌর মেয়র আলা উদ্দিন কে

Anima Rakhi | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ - ০২:৪৮:০০ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও দুর্গাপুর পৌরসভার জনপ্রিয় মেয়র মো. আলা উদ্দিন আলাল (৫৪) কে শেষ বিদায় জানালেন দুর্গাপুর পৌরবাসী সহ উপজেলার সর্বস্তরের জনগন। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত ১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার সকালে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে ওনার মরদেহ আনা হলে পৌর পরিষদ নানা অনুষ্ঠানের মাধ্যমে শেষ বিদায় জানান পৌর মেয়র কে। পরবর্তি মেয়রের মরদেহ তেরীবাজার বাস ভবনে নিয়ে এলে শেষ বিদায় জানান আত্মীয় স্বজনরা। সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে ওনার মরদেহ স্থানীয় শহীদ মিনার চত্বরে রাখা হলে এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ি, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজন তাদের প্রিয় মেয়র কে একনজর দেখার জন্য ছুটে আসেন শহীদ মিনার চত্ত্বরে। ওইদিন বাদ আসর স্থানিয় সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এক বিশাল জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয় তাঁকে।

প্রিয় নেতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আ‘লীগ নেতা রেমন্ড আরেং, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর মহিলা কলেজ, দুর্গাপুর বণিত সমিতি, মটরযান শ্রমিক ইউনিয়ন শোক প্রকাশ করেছেন। এছাড়া দিনব্যপি পৌরশহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, দোকাপাট, যানবাহন বন্ধ থাকে।

উল্লেখ্য: মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরী করেছেন।

কিউটিভি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

▎সর্বশেষ

ad