
তারতম্য
————–
যদি কিছুটা বিজ্ঞানভিত্তিক ভাবনা ভাবি তাহলে… “ঠান্ডা” বলে কোনোকিছুর অস্তিত্ব আছে? আমরা যেটাকে ঠান্ডা বলি, পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি। আমরা এই “ঠান্ডা’ শব্দ টিকে শুধু কম তাপ কিংবা তাপের অনুপস্থিতি কে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি।
ঠিক তেমনি, অন্ধকার বলে কি কিছুর অস্তিত্ব আছে? নেই। আমরা আলো কে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ মাপতে পারি, আলোর গতি বের করতে পারি। কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারিনা। সামান্য একটা আলোক রশ্নি অন্ধকার দূর করতে যথেষ্ট, কিন্তু অন্ধকার কখনো আলো কে গ্রাস করতে পারেনা। কারন অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি।
আবার ঠিক একই ভাবে, খারাপের কি অস্তিত্ব আছে?নেই,।এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতই, মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালবাসার অনুপস্থিতিই এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে।
লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী। প্রভাষক, ডিপার্টমেন্ট অফ সিএসই,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। এই লেখাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/১৭.০৯.২০২০/ দুপুর ২.১৫