ডোমারে ক্যানেলের পাশ্বে নবজাতকের মরদেহ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ১২:৫৭:০৭ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির মকবুলের ডাঙ্গা ক্যানেলের পাশ্বে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। হয়তো রাতের কোন এক সময় গর্ভপাত করে ওই স্থানে কেউ ফেলে রেখে যায় বলে ধারনা করে পুলিশ।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আব্দুস সালাম জানান, সোমবার সকাল নয় টার দিকে ওই ক্যানেলের পাশে একটি নবজাতক (ভ্রুণ) এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমরা গিয়ে ভ্রুণটি উদ্ধার করে দুপুরে জেলা মর্গে পাঠিয়ে দেই।

তিনি বলেন, হয়তো কেউ গর্ভপাত করে রাতের বেলায় ভ্রুণটি সেখানে ফেলে রেখে যায়। এখনো পরিচয় পাওয়া সম্ভব হয়নি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ভ্রুনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ১২.৫৬

▎সর্বশেষ

ad