
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নারী উন্নয়ন যুব সংস্থার দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা ১১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বঙ্গবীর রোডস্থ তাহমিনা টাওয়ারে অনুষ্ঠিত হয়। নারী নেত্রী সমাজসেবী তাহমিনা সুলতানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থার সভানেত্রী নাজনীন আক্তার কণা।
নারী উন্নয়ন যুব সংস্থার সহ সভাপতি রোকসানা বেগম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, বিশিষ্ট সমাজকর্মী ও পিরোজপুর উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মাহসিন আহমদ মিজু, সদস্য আজিম আহমদ, সহ সাধারণ সম্পাদক আজিমুল হক তুহিন, প্রচার সম্পাদক মুক্তারুজ্জামান তান্না, বিশিষ্ট সমাজসেবী সালেহ আহমদ, ওলিউর রহমান সুফী, আব্দুল ওদুদ, জোছনা বেগম, পারভীন বেগম, রেবা রানী বিশ্বাস, বীনেত্রী রানী দে, চম্পা বেগম প্রমূখ। সভায় তাহমিনা সুলতানাকে সভাপতি ও জোছনা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন করা হয়।
কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪