
আমার ছেলে
—————-
আমার ছেলের কাছে আমি এখনও যেনো ছোট্ট একটা মেয়ে। আব্বার কাছে যেমন ছোট বেলায় বায়না ধরতাম, আব্বা বেড়াতে যাবো, সিনেমায় যাবো, নৌকায় চড়বো,সমুদ্র দেখবো, পথের ধারে মামার দোকানে ফুসকা খাবো অথবা বৃষ্টিতে ভিজবো! সব বায়না এখন ছেলের কাছে। কোন কিছুতেই ছেলে আমার বাড়ন করেনা। আমার ছোট বড় সব চাওয়া গুলো পূরণ করার চেষ্টা করে ওর সাধ্য মত। ছেলে বোঝে তার মাকে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
ছেলে এখন চাকরি করছে আরেক শহরে তার বসবাস। এখন যখন আমার শহরে বৃষ্টি নামে মনে হয়, ওর ওখানে ও কি বৃষ্টি হচ্ছে? যখন কাঠ ফাটা গরম ছেলের কি খুব ঠান্ডা শরবত খেতে হচ্ছে? মায়ের হাতের সেমাই খেতে খুব মন চাইছে? অথবা বৃষ্টির দিনে গরম খিচুড়ি? আরও যেই খাবার গুলো ওর অনেক পছন্দ সেগুলো কি মনে মনে চাইছে, মা থাকলে ঠিক রেঁধে খাওয়াতো!
আমি জানি ছেলে মেয়ে দূরে থাকলে সব মায়েদেরই কষ্ট হয়। মন খারাপ থাকলেও মনকে বোঝাই ছেলে দেশে আছে! ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে। রোজ সকাল বিকাল কথা হচ্ছে। ভিডিও কলে ছেলেকে দেখতে পাই। মাঝে মাঝে মনে হয় সব কাজ ফেলে এখনই বাসে উঠে, ছেলের কাছে গিয়ে সারপ্রাইজ দেই, এই যে বাবা চলে আসলাম! তোকে ছাড়া আর ভাল্লাগছে না! তারপরও যাওয়া হয় না, নানা রকম দায়িত্ব তোর কাছে আমায় যেতে দেয় না। নিজেকে বলি যেদিন মন মানবে না, সেদিন একা একাই বাসে উঠে তোর কাছে চলে আসবো বাবা। ভালো থাকিস আব্বাজান, অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোর জন্য।
লেখিকাঃ ইফ্ফাত আরা একজন মনোবিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে পড়াশোনা করেন। এখন নিজ প্রতিষ্ঠান Family And Community Empowerment Support থেকে মানসিক রোগীদের চিকিৎসা করেন। ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। আজকের এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/০৬.০৯.২০২২/ বিকাল ৪.১০