ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ভাড়া কমানোর প্রথম দিনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

superadmin | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১০:৪৪:০৩ পিএম

ডেস্কনিউজঃ জ্বালানি তেলের মূল্য কমানোর পর কমানো হয়েছে পরিবহনের ভাড়াও। আর বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে এই ভাড়া। কিন্তু প্রথম দিনে অনেকেই নতুন ভাড়া কার্যকর না করায় জরিমানা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি জায়গায় অভিযান কার্যক্রম পরিচালনা করেন বিআরটিএর ওই আদালত। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে মোট ৮৪টি মামলায় মোট তিন লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদের মধ্যেঅতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের মামলা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

এদিকে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।

বাস কন্ডাক্টররা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে। যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন।

বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.৪০

▎সর্বশেষ

ad