
ডেস্কনিউজঃ এশিয়া কাপের আজকের ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যে দল জিতবে সেই দলই উঠবে সুপার ফোরে। এই সমীকরণে সামনে দাঁড়িয়ে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
একাদশে জায়গা পান সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন। বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু করেছিলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
মিরাজ ২৬ বলে ৩৮ রান করলেও ব্যর্থ হয়েছেন সাব্বির। দীর্ঘদিন পর দলে ঢুকে সাব্বির করেছেন ৬ বলে ৫ রান। তিনে নামা অধিনায়ক সাকিব আল হাসান করেন ২২ বলে ২৪ রান। সাকিবের বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সহ-অধিনায়ক আফিফ হোসেন ও সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আফিফ খেলেন ২২ বলে ৩৯ রানের ইনিংস। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ২৪ ও তাসকিন আহমেদ ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। শেষ ৬ ওভারে ৭৪ রান আসায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৩-তে।
বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.১৪