ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

এনডিটিভি’র শেয়ার কিনলো আদানি গ্রুপ

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ০৯:২৫:৩২ এএম

ডেস্ক নিউজ : ভারতে রাধিকা রায় এবং প্রণয় রায় দ্বারা নির্মিত মিডিয়া চ্যানেল, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি)-এর একটি বড় অংশের শেয়ার কিনলো গৌতম আদানির ‘আদানি গ্রুপ’।  

মঙ্গলবার (২৩ আগস্ট) আদানি গ্রুপ বলেছে, এটি এনডিটিভিতে ২৯.১৮ শতাংশ পরোক্ষ অংশীদারিত্ব অর্জন করবে। 

জানা যায়, চ্যানেলটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯৮ সালে স্টার ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে দেশের প্রথম ২৪*৭ নিউজ চ্যানেল চালু করেছিল।

আদানিরা, যারা শিপিং পোর্ট এবং বিদ্যুৎ সুবিধা থেকে শুরু করে বিমানবন্দর এবং অবকাঠামো পর্যন্ত বিস্তৃত ব্যবসা পরিচালনা করে। এবার তাদের কর্পোরেট ভবনে যুক্ত হতে চলেছে মূলধারার মিডিয়া অপারেশন।

প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এএমএনএল। এরপর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা বলে জানা গেছে। এর মাধ্যমে চ্যানেলটির বেশির ভাগ শেয়ারের মালিকানা চলে যাবে আদানি গ্রুপের হাতে।

এনডিটিভি কিনতে আদানি গ্রুপের খরচ হবে ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতে সবচেয়ে জনপ্রিয় খবরের চ্যানেলগুলোর মধ্যে এনডিটিভি অন্যতম।

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো- এনডিটিভি ২৪x৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। 

এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশির ভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ। 

এদিকে, এনডিটিভি’র প্রতিষ্ঠাতা-প্রবর্তক জানিয়েছে, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই শেয়ার কিনছে আদানি গ্রুপ। 
সূত্র : এনডিটিভি, টেলিগ্রাফ

কিউটিভি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৯.২৫

▎সর্বশেষ

ad