ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ফৌজিয়া বীথির জীবনালেখ্যঃ আমার কথা

superadmin | আপডেট: ২১ আগস্ট ২০২২ - ০৬:১৮:৪৯ পিএম

আমার কথা
————–

আমার বন্ধুদের অনেকেই হয়ত ভেবে থাকেন আমি একজন ব্যাবসায়ী। না আসলে আমি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক। লেখাপড়া করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ব্যাক্তিগত জীবনে তিন ছেলের মা আমি। ছেলেদের বাবা ,বাংলাদেশ হাইকোর্ট সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
.
আসলে সত্য কথা কি বৈষয়িক বিষয় অর্থবিত্তের প্রতি আমার কোন আগ্রহ নেই। ছিলোও না কোন দিন। যদি থাকতো তাহলে ওগুলো সব আমি অর্জন করতে পারতাম সে সব পাবার মতো সৌন্দর্য শিক্ষা পারিবারিক ঐতিহ্য সব যোগ্যতাই আমার ছিল।

তাহলে প্রশ্ন করতে পারেন আমি কেন এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এসেছি। সেখানে আমি বলবো – অসহায় অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে আমি আমার বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। আমি মাঝে মাঝেই নিজের ক্ষুদ্র আয়ের টাকা খরচ করে অনেক অসহায় মানুষের হাসি মুখ দেখার আনন্দ কিনি। নিজের জন্য কিছুই করতে পারিনি আমি। না সঞ্চিত কিছু।

আমি জানি দূর্বল হৃদয়ের মানুষেরা কখনো অর্থবিত্তের মালিক হতে পারে না। আমিও পারিনি আমার দূর্বল মনোবৃত্তির কারনে। এতে আমার কোন ক্ষেদ বা অভিযোগ নেই।

আমার পেশা, আমার সংসার, সামাজিক দায়িত্ব সব কিছর মাঝে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এই জন্য যে আমি যেন আমার এই সৎ পথে যেটুকু ক্ষুদ্র আয় করতে পারি তা দিয়ে হয়তো আরোও কয়েকটি মুখের হাসি ফোটাতে পারবো।

আপনাদের অনেকই, আপনজন, বন্ধু, স্বজন আমার কাজগুলোতে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ভালবাসা। আমি জানি অনুপ্রেরণা ই মানুষের বড় শক্তি।

অনেক সময় ভাল কিছু করতে গিয়ে আমি কিছু নেগেটিভ মানসিকতার মানুষের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছি। কিন্তু আমার সেই সব বন্ধু স্বজন আপনজন আমাকে স্বান্ত্বনা দিয়েছেন,আশা দিয়েছেন,পাশে থেকেছেন। বলেছেন – বীথি তুমি থেমে যাবে না, আমাদের দোয়া ভালবাসা সহযোগিতা আছে তোমার সাথে।

এই মানুষের ভালবাসা বিশ্বাস,আস্থা, এগুলো আমার মতো ক্ষুদ্র বীথির জন্য অশেষ প্রাপ্তি। তাদের প্রতি আমার শ্রদ্ধা অন্তর থেকেই.
সবার দোয়া ভালবাসায় আমি আজকের ” জয়ীতা বীথি “।

আমি “আনসাং ন্যাশানাল বিল্ডার্স এওয়ার্ড বিজয়ী বীথি “। আমি “রাধূনী কৃতিমতি হৈতষী বীথি “। আমি মনে করি এ সব সম্ভব হয়েছে আপনাদের দোয়া ভালবাসা অনুপ্রেরণায়। তারপরেও কিছু মানুষের জীবনে কিছু অপ্রাপ্তি থাকে, দুঃখ থাকে,বঞ্চনা থাকে। আমার জীবনেও লেপ্টে আছে অনেক বড় কিছু দুঃখ ব্যাথা,অপূর্ণতা। আমি আমার দূর্ভাগ্যকে জয় করতে চেষ্টা করেছি। কিন্তু ভাগ্যকে তো অতিক্রম করা যায় না তাই না।

আমিও পারিনি।
বঞ্চীত হয়েছি অনেক।
ভেসেছিল.
ভেসে চলেছি.
তবুও স্বপ্নেই বাঁচে মানুষ।
আমিও বাঁচি হয়তো অনেক না পাওয়ার তালিকা দীর্ঘ করতে।
দিন শেষে আসলে আমি এক ফেরিওয়ালা।
আমি স্বপ্ন ফেরি করে বেড়াই।
সবাই দোয়া করবেন আমার জন্য।
সবার জন্য শ্রদ্ধা ভালোবাসা শুভ কামনা নিরন্তর।

 

 

লেখিকাঃ ফৌজিয়া বীথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী। বর্তমানে সরকারী স্কুলের শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। সোশ্যাল ওয়ার্কও করেন। স্বীকৃতি মিলেছে তাঁর। এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

 

 

বিপুল/ ২১.০৮.২০২২/ বিকাল ৫.৫৭

▎সর্বশেষ

ad