
ঢাকা শহর
————-
এ শহর ব্যস্ত শহর।
ভোরের কুয়াশার চাদর সরে গেলেই
স্বপ্নবাজ ক্লান্ত ঘোড়া গুলো ছুটতে থাকে।
কেউ ছুটে অন্নের খোঁজে
কেউ ছুটে আরো চাই,আরো চাই পেতে।
কেউ ছুটে তলাবিহীন আকাশ কে ছুঁতে।
সারাদিন সুখের ভানে,কর্মযজ্ঞ, হাসি- তামাশার পর
কেউ ফেরে ঘরে আবার কেউ ফেরে না।
দিন শেষে মানুষ গুলো বড্ড একা
তার আপন মনের কাছে।
দূর আকাশে পূর্নিমার চাঁদ যখন হাসে
তারারা মিটিমিটি জ্বলে ,
তখন কেউ উচু দালানের ছাদে বসে
কেউ বা খোলা মাঠে বসে
কেউ বা মদের গ্লাসে চুমুক দিয়ে
দূরের সুখ তারাদের গোনে।
এক সময় আকাশে হাতির পালের মত
মেঘেদের দল আসে।
বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় ভারাক্রান্ত মনকে।
রাত গভীর হলে যখন কেউ কেউ
ভেজা বালিশে ঘুমিয়ে পরে,
তখন দূরের সুখ তারাগুলো পরী হয়ে
ঘুমের রাজ্যে নেমে আসে।
ঘুমের মাঝেই স্বপ্নকে ছুঁয়ে দেয়।
ভোরের আলো ফোটার আগেই
সুখ তারা গুলো চলে যায় নিজ আকাশে।
স্বপ্ন গুলো স্বপ্নেই থেকে যায়।
আবার নতুন দিনের আশায় ,
তিলোত্তমা এই ঢাকা শহরে
ক্লান্ত ,স্বপ্নবাজ ঘোরা গুলো ছুটতে থাকে।
কবি পরিচিতিঃ সামসাদ ফেরদৌসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন সাবেক ছাত্রী। এমফিল করেছেন ঢাবি থেকে নৃতত্ব বিভাগে। বর্তমানে স্টেট্ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ অধ্যাপনা করেন। সামসাদ ফেরদৌসী নিয়মিত লেখালেখি করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রকাশ করেন তাঁর লেখালেখি। তাঁর প্রকাশনা গ্রন্থও আছে। এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।
বিপুল/২০.০৮.২০২২/ দুপুর ২.৩০