
কেউ একজন
——————
কেউ একজন আছে তোমার বুকের বাঁ পাশটায়
কেউ একজন চাতকী হয়ে থাকে তোমার অপেক্ষায়
কেউ একজন তোমার জন্য
বেলীফুলের মালা গাঁথে পরম যত্নে
কেউ একজন চাঁদনি পসরের নরম আলোয় গান ধরে
কেউ একজন তোমার তরে
ভোরের শিউলি কুড়িয়ে আনে মুঠোয় ভরে
কেউ একজন নিরব অভিমানে ফুঁসতে থাকে
কেউ একজন দিন চলে যায়
রাত কেটে যায় বসেই থাকে
কেউ একজন রং তুলিতে ছবিই আঁকে বিষন্নতার
সেই কেউ একজন তো নেই এখন আর
তোমার অনেক কাছেই ছিল, মনেই ছিল, স্বপ্নেই ছিল
কেন খোঁজনি তাকে?কেন ডাকনি তারে?
সেই কেউ একজন আজ আকাশের তারা
কিংবা ধ্রুবতারা হয়ে শরতের আকাশনীলে
সেই কেউ একজন আজ তোমার অশ্রুর কারন
এতো কাছেই তো ছিলাম তোমার
ভালোবেসেই গেলাম
আজ আমি নেই অথচ
আজই চিনেছ আমায়!!
আমি অস্পৃশ্য এখন, ঘুমঘোরে ক্লান্ত এখন
তবুও আমাকে পাবে ঐ নিঘোর বনে
অস্থির কোন কোকিলের ডাকে
আমাকে পাবে মায়াবী কোন কিশোরীর মাতাল গানে
কিংবা পাবে শ্রাবণের বারিচয়ে!
আমি অদ্রির কঠিন নিরবতায়
জোছনা উৎসব করব
সেদিন তুমি তৈরি থেকো…
কবি পরিচিতিঃ বীর চট্টলা কন্যা নুরজাহান মুন্না ইসলাম নিয়মিত কাব্যচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রকাশ করেন তাঁর লেখালেখি। কেউ একজন কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।
কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ দুপুর ২.১৫